আষাঢ়, শ্রাবন এলে নেই তো কোনো সংশয় শুধু বৈশাখী ঝড়কেই ভয় আষাঢ়, শ্রাবন এলে নেই তো কোনো সংশয় শুধু বৈশাখী ঝড়কেই ভয় সাগর বেলায় বেঁধেছি দুজন নিয়তির ভার সবুজ পাতায় সাজানো মধুর স্বপ্ন বাসর কূল ভাঙ্গা ঢেউ, এসো না সুখ কেড়ে আজ নিও না এই শুধু অনুনয় আষাঢ়, শ্রাবন এলে নেই তো কোনো সংশয় শুধু বৈশাখী ঝড়কেই ভয় গানের খাতায় লিখেছি কখন দুজনার নাম চোখের জলে দিয়েছি অনেক প্রেমের দাম নীড় ভাঙা ঝড়, এসো না শেষ করে আর দিও না জীবনের সঞ্চয় আষাঢ়, শ্রাবন এলে নেই তো কোনো সংশয় শুধু বৈশাখী ঝড়কেই ভয় আষাঢ়, শ্রাবন এলে নেই তো কোনো সংশয় শুধু বৈশাখী ঝড়কেই ভয়