আঁধার ঘরে আমি একা বসে আছি তোমার পাই না দেখা আঁধার ঘরে আমি একা বসে আছি তোমার পাই না দেখা আইসো তুমি বন্ধু আপন ঘরে দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে (ভালোবেসো মোরে) দিলাম এক রাশিফুল, তুমি কইরো না আর ভুল ভালোবাসবো সারা জীবন, কথা নড়বে না এক চুল পাইরা দিব তারা, কইবো হাজার মিছা কথা ঐ সব তাল-বাহানায় কথায় তুমি গলাইয়ো না মাথা আমি মানুষ দেখতে খারাপ হইলেও ভিতর পুরা খাঁটি যখন আসবো তোমার বাড়ি রুপোর বিছায় দিয়ো পাটি তুমি পুকুর ঘাটের রাণী হইলে আমি কিন্তু চাঁদ আমায় চিনতে কইরা ভুল যৌবন কইরো না বরবাদ জোসনা রাতে ঝিঁঝিঁ ডাকে কইবো মনের কথা রাখবো মাথা তোমার কোলে মুছবে বুকের জ্বালা জোসনা রাতে ঝিঁঝিঁ ডাকে কইবো মনের কথা রাখবো মাথা তোমার কোলে মুছবে বুকের জ্বালা আইসো তুমি বন্ধু আপন ঘরে দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে আমি তোমাতে হারায় যাবো দাও যদি সুযোগ আমার দুর্বলতাকে তুমি করো না উপভোগ তোমার চুলের সুবাস বড় ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি তোমার লাজুক হাঁসি তুমি বাতাসের অনুকূলে দাঁড়াইও না, দাঁড়াইও না আমার পাড়াতে ঘুইরা বেড়াইয়ো না, বেড়াইয়ো না এভাবে তাকাইও না পাগল হয়ে যাই মন করে আনচান কবে তোমায় পাই দুজন মিলে দেখবো স্বপন মান-অভিমান ভুলে থাকবে না আর কোনো বাধা তোমার আমার মনে দুজন মিলে দেখবো স্বপন মান-অভিমান ভুলে থাকবে না আর কোনো বাধা তোমার আমার মনে আইসো তুমি বন্ধু আপন ঘরে দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে আঁধার ঘরে আমি একা বসে আছি তোমার পাই না দেখা আইসো তুমি বন্ধু আপন ঘরে দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে হৃদয়মাঝে ঠাঁই দিয়ো নিও আপন করে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে বুকের মাঝে আগলে রেখো ভালোবেসো মোরে