Kishore Kumar Hits

Baul Sukumar - Tui Keno Chaira Geli şarkı sözleri

Sanatçı: Baul Sukumar

albüm: Tui Keno Chaira Geli


জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলো রে চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?

আমার কোলে রাইখা মাথা
দেখাইতি স্বপন
তোর চোখেতে চোখ রাইখা
ভাবতাম তুই আপন
কোথায় গেল সেই দিনেরই
আদরমাখা কথা?
ঠিকই তুই ছাইড়া গেলি
দিলি আমায় ব্যথা
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলো চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?

আগুন জ্বলে বুকের ভেতর
বুঝে না তো কেউ
জ্বইলা মরি আপন জ্বালায়
দুই চোখেতে ঢেউ
খুঁজে বেড়াই তোকে আমি
বেপরোয়া হয়ে
আমার মধ্যে নাই রে আমি
দুঃখ গেছে সয়ে
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইলো চুরমার
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু, শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar