চাঁদনি রাতে ধাবার পাশে মনটা মেতেছে আজকে খুকু আমায় দেখে মুচকি হেসেছে ♪ চাঁদনি রাতে ধাবার পাশে মনটা মেতেছে আজকে খুকু আমায় দেখে মুচকি হেসেছে প্রেমের গোলাপ দেবো বলে যেইনা দিলাম ছুট পেছন থেকে দেখি খুকুর বাবাও এসেছে ধরবো ধরবো মনে করি ধরতে গিয়েও আর না পারি কি এক খান প্যাচ লাগাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইছে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে ♪ মা কালী তোমায় ছাড়া অন্য মন্ত্র জোপি না দেখলে না তোমায় আমার মনের fever সারেনা এই বেশ ভালোই ছিলাম তোমায় দেখার আগেতে এই ঘোর কাটবে আমার বসলে বিয়ের পিড়িতে ♪ ওও... মা কালী তোমায় ছাড়া অন্য মন্ত্র জোপি না দেখলে না তোমায় আমার মনের fever সারেনা এই বেশ ভালোই ছিলাম তোমায় দেখার আগেতে এই ঘোর কাটবে আমার বসলে বিয়ের পিড়িতে ধরবো ধরবো মনে করি ধরতে গিয়েও আর না পারি কি এক খান প্যাঁচ লাগাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইছে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে ♪ নিন্দুকে যে যাই বলুক কথা কানে নিওনা রাতে আমি হালকা খেলেও ছেলে মোটেও খারাপ না রানী করে রাখবো তোমায় থাকবে কোথায় বলোনা মাস শেষে বেকার ভাতার টাকা আছে ভেবোনা ওও... নিন্দুকে যে যাই বলুক কথা কানে নিওনা রাতে আমি হালকা খেলেও ছেলে মোটেও খারাপ না রানী করে রাখবো তোমায় থাকবে কোথায় বলোনা মাস শেষে বেকার ভাতার টাকা আছে ভেবোনা ধরবো ধরবো মনে করি ধরতে গিয়েও আর না পরি কী এক খান প্যাঁচ লাগাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইছে দোতোরা বাজাইয়া মানুষের মন মজাইয়া গলা ছাইড়া গান ধইরাছে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে বন্ধু আমার রোসিয়া খাট্টের উপর বসিয়া কি এক খান গান বানাইসে