Keshab Dey - Soytan Sasuri şarkı sözleri
Sanatçı:
Keshab Dey
albüm: Soytan Sasuri
যৌবনে প্রেম ছাইড়া গেলো মাইরা বুকে ছুরি
বউটা আমার ভালোই ছিল শয়তানি শাশুড়ি
♪
হ্যাঁ... যৌবনে প্রেম ছাইড়া গেলো মাইরা বুকে ছুরি
বউটা আমার ভালোই ছিল শয়তানি শাশুড়ি
তার জন্য ছাইড়া দিলাম লোকাল রিয়া প্রিয়া
দরজা খুলে দেখার আগেই হয়ে গেলো বিয়া
মুখ দেখাবো কি করে ভাই
ভাবছি এবার সন্যাসে যাই
কোল বালিশেও মুখ লুকাই সে
পাইয়া আমায়...
হ্যাঁ... পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
হ্যাঁ... পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
♪
খাইলো আমার পরলো আমার নিলো পরিষেবা
কইরা ফকির এখন বলে মানবে না তার বাবা
♪
হ্যাঁ... খাইলো আমার পরলো আমার নিলো পরিষেবা
কইরা ফকির এখন বলে মানবে না তার বাবা
মারলো ছুরি বুকে মুখে খৈসা গেলো জামা
বাপ্ বানাবে বাচ্চা আর আমায় বানায় নিলো মামা
হায় ভগবান নাও তুলে নাও
ইচ্ছে মতো দাও সাজা দাও
জয় মা বলে গঙ্গা ডুবে যাই
পাইয়া আমায়...
হ্যাঁ.পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
হ্যাঁ... পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
Rap Part Begins...
এক রাজকন্যার চোখে আমার চইলা গেলো চোখ
কেবল এন্টেনা টা সিগনাল যা হচ্ছে ভালো হোক
এই কেস্ট নামের কষ্টের ফল হাতে পাওয়ার আগে
শুনি সুন্দরীদের ক্রাশ হতে নাকি টাকা হওয়া লাগে
আমার হার্টবিট বেড়ে যায়
যখন চায় রা সে চলে যায়
আমার দাঁড়িয়ে থাকা ভাগ্যটা যেন
হুট্ করে পড়ে যায়
আমার ভেজা ভেজা দুই চোখ
আমি বুঝতে পারিনি আগে
শুধু মনটাই বড় থাকলে হবে না
ঐটা ও বড় লাগে
ও পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে...
পাইয়া আমায়...
হ্যাঁ... পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখন টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
হ্যাঁ... পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
পাইয়া আমায় সাধা সিধা ভুইলা গেলো রে
এখান টাকলা কাকুর সাথে পাখি উইড়া গেলো রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri