Asif Akbar - Gulli şarkı sözleri
Sanatçı:
Asif Akbar
albüm: Gulli
তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
ও, তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
কীসের তাগিদে, কীসের চাহিদায়
আমাকে নিয়ে এমন দস্যিপনা করলি?
তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
♪
তোর অগ্নিপরীক্ষায় যাবো আমি জিতে
জড়াবো তোকে প্রেমেরই মামলাতে
ও, তোর অগ্নিপরীক্ষায় যাবো আমি জিতে
জড়াবো তোকে প্রেমেরই মামলাতে
কীসের তাগিদে, কীসের চাহিদায়
আমাকে দেখে এমন ফুলের মতো দুললি?
তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
♪
তুই থাকলে রাজি বল, হই দুজনে পাখি
সুরে সুরে নীরবে করবো ডাকাডাকি
ও, তুই থাকলে রাজি বল, হই দুজনে পাখি
সুরে সুরে নীরবে করবো ডাকাডাকি
কীসের তাগিদে, কীসের চাহিদায়
আমাকে দেখে ওই রূপের হাড়ি খুললি?
তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
কীসের তাগিদে, কীসের চাহিদায়
আমাকে নিয়ে এমন দস্যিপনা করলি?
তোর চোখদুটি গুল্লি, তোর ঠোঁটদুটি চুল্লি
কলিজার ভিতরে আজব তুফান তুললি
তোর চোখদুটি গুল্লি
তোর চোখদুটি গুল্লি
তোর ঠোঁটদুটি চুল্লি
তোর চোখদুটি গুল্লি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri