চোখের কার্নিশে মিথ্যে অবকাশে ছুঁয়েছে মন-জানালা
বেপরোয়া মনে কারণে অকারণে তুই আমায় সামলা
চোখের কার্নিশে মিথ্যে অবকাশে ছুঁয়েছে মন-জানালা
বেপরোয়া মনে কারণে অকারণে তুই আমায় সামলা
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আজ কথার কলি গুনেছি অলিগলি
বলবো তোকে যা হয়নি বলা
চোখের কার্নিশে মিথ্যে অবকাশে ছুঁয়েছে মন-জানালা
বেপরোয়া মনে কারণে অকারণে তুই আমায় সামলা
♪
চেয়েছিস বলে তুই আকাশের নীল ছুঁই
রাজি আছি একসাথে হারাতে
অনুভূতির উঠোনে তোরই সে পিছুটানে
মিশে গেছি আমি তোর পাড়াতে
ও, চেয়েছিস বলে তুই আকাশের নীল ছুঁই
রাজি আছি একসাথে হারাতে
অনুভূতির উঠোনে তোরই সে পিছুটানে
মিশে গেছি আমি তোর পাড়াতে
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আজ কথার কলি গুনেছি অলিগলি
বলবো তোকে যা হয়নি বলা
চোখের কার্নিশে মিথ্যে অবকাশে ছুঁয়েছে মন-জানালা
বেপরোয়া মনে কারণে অকারণে তুই আমায় সামলা, ও
♪
বাড়িয়েছি দুটি হাত স্বপ্ন নিয়ে অগাধ
দাঁড়িয়ে আছিস মনদুয়ারে
একা থাকা হলো দায়, সারাক্ষণই তোকে চাই
ভুলে গেছি কে জিতে কে হারে
বাড়িয়েছি দুটি হাত স্বপ্ন নিয়ে অগাধ
দাঁড়িয়ে আছিস মনদুয়ারে
একা থাকা হলো দায়, সারাক্ষণই তোকে চাই
ভুলে গেছি কে জিতে কে হারে
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আমিও চেয়েছি তোর মতন
আঙুলে আঙুল মেখে দু'জন
আজ কথার কলি গুনেছি অলিগলি
বলবো তোকে যা হয়নি বলা
চোখের কার্নিশে মিথ্যে অবকাশে ছুঁয়েছে মন-জানালা
বেপরোয়া মনে কারণে অকারণে তুই আমায় সামলা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri