আমি ভীষণ একলা হলে তাকাই আকাশপানে
ও মেয়ে, বোঝো কি তুমি হৃদয় ভাঙার মানে?
আমি ভীষণ দুঃখ পেলে তাকাই সাগরপানে
ও মেয়ে, বোঝো কি তুমি ভেঙে পড়ার মানে?
তুমি আমি, আমি তুমি
আমি তুমি, তুমি আমি
এ কোন খেলা চলে?
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
♪
এখনও আমি হাল ছাড়িনি বলেই স্মৃতিগুলো টানে
অভিযোগ নেই বলেই খুঁজে পাই ভালোবাসার মানে
এখনও আমি হাল ছাড়িনি বলেই স্মৃতিগুলো টানে
অভিযোগ নেই বলেই খুঁজে পাই ভালোবাসার মানে
তুমি আমি, আমি তুমি
আমি তুমি, তুমি আমি
এ কোন খেলা চলে?
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
♪
যখনই তুমি থাকো দূরে দূরে জড়িয়ে আঁধার মনে
সারাক্ষণ কাটে তোমার স্বপ্ন বুনে আমার ভীতু মনে
যখনই তুমি থাকো দূরে দূরে জড়িয়ে আঁধার মনে
সারাক্ষণ কাটে তোমার স্বপ্ন বুনে আমার ভীতু মনে
তুমি আমি, আমি তুমি
আমি তুমি, তুমি আমি
এ কোন খেলা চলে?
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
আমি ভীষণ একলা হলে তাকাই আকাশপানে
ও মেয়ে, বোঝো কি তুমি হৃদয় ভাঙার মানে?
আমি ভীষণ দুঃখ পেলে তাকাই সাগরপানে
ও মেয়ে, বোঝো কি তুমি ভেঙে পড়ার মানে?
তুমি আমি, আমি তুমি
আমি তুমি, তুমি আমি
এ কোন খেলা চলে?
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
ও মেয়ে, ও মেয়ে, ভালোবাসো সব ভুলে
Поcмотреть все песни артиста