Kishore Kumar Hits

Asif Akbar - Eshke Te Elahi Pabi şarkı sözleri

Sanatçı: Asif Akbar

albüm: Eshke Te Elahi Pabi


এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি
আরে, এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি

গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি
আমার গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি
গুরুর কলবে উঠলে ফয়েজ
গুরুর কলবে উঠলে ফয়েজ তোর কলবে আলাপ পাবি
তোর কলবে আলাপ পাবি
প্রেমরসে থাক ডুবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি

আল্লা জিদি আছেন, বাক্স-সঙ্গে দিলেন তালাচাবি
আমার আল্লা জিদি আছেন, বাক্স-সঙ্গে দিলেন তালাচাবি
ও, তুই সময়মতো খুলতে পারলে
সময়মতো খুলতে পারলে দেখবি মাওলার রূপের ছবি
দেখবি মাওলার রূপের ছবি
প্রেমরসে থাক ডুবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি

ফাজকুরুনে ওয়াজকুরকুম, সত্যস্বরূপ জেনে নিবি
ফাজকুরুনে ওয়াজকুরকুম, সত্যস্বরূপ জেনে নিবি
ওয়াসকুরুনি ওয়ালাতাকফ্রুন
ওয়াসকুরুনি ওয়ালাতাকফ্রুন, আল্লার বাণী সত্য ভাবি
আল্লার বাণী সত্য ভাবি
প্রেমরসে থাক ডুবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি

হালিম বলে, সাধনবলে দূরের বস্তু কাছে পাবি
সাধক হালিম বলে, সাধনবলে দূরের বস্তু কাছে পাবি
তুমি লোভ কইরো না পরের ধনে
লোভ কইরো না পরের ধনে, নামসাধনে হও রে লোভী
নামসাধনে হও রে লোভী
প্রেমরসে থাক ডুবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
এশকেতে এলাহি পাবি, এশকেতে এলাহি পাবি
প্রেমরসে থাক ডুবি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar