ধীরে ধীরে ভাসিয়ে দিলে আমাকে (আমাকে) ধীরে ধীরে ভাসিয়ে দিলে আমাকে (আমাকে) বৃষ্টি ঝরেনি, মেঘলা আকাশ অভিমানী বৃষ্টি ঝরেনি, তাই মেঘলা আকাশ অভিমানী ধীরে ধীরে ভাসিয়ে দিলে আমাকে ♪ পাখিরা ডাকেনি, ফুলেরা ফোটেনি তুমি নেই বলে হাসেনি আলো নেই যে ঘরে, অযথা খুঁজে মরে তুমি নেই ঘরে, তা বোঝেনি পাখিরা ডাকেনি, ফুলেরা ফোটেনি তুমি নেই বলে হাসেনি আলো নেই যে ঘরে, অযথা খুঁজে মরে তুমি নেই ঘরে, তা বোঝেনি বৃষ্টি ঝরেনি, মেঘলা আকাশ অভিমানী বৃষ্টি ঝরেনি, তাই মেঘলা আকাশ অভিমানী ধীরে ধীরে ভাসিয়ে দিলে আমাকে ♪ আমি যা হারিয়েছি, ক্ষতিটা মেনেছি কিছুই কি মনে রাখোনি? বিশ্বাসের কপাটে, ঘুণ ধরা চৌকাঠে এখনো ধুলোবালি মুছেনি আমি যা হারিয়েছি, ক্ষতিটা মেনেছি কিছুই কি মনে রাখোনি? বিশ্বাসের কপাটে, ঘুণ ধরা চৌকাঠে এখনো ধুলোবালি মুছেনি বৃষ্টি ঝরেনি, মেঘলা আকাশ অভিমানী বৃষ্টি ঝরেনি, তাই মেঘলা আকাশ অভিমানী ধীরে ধীরে ভাসিয়ে দিলে আমাকে