Kishore Kumar Hits

Jisan Khan Shuvo - Ghunpoka şarkı sözleri

Sanatçı: Jisan Khan Shuvo

albüm: Ghunpoka


আমার মনের গোপন ঘরে ঘুনপোকা ধইরাছে
আমার মনের গোপন ঘরে ঘুনপোকা ধইরাছে
যেদিন হতে প্রাণবন্দে আমায় ছাইড়া গেছে
আমার মনের গোপন ঘরে ঘুনপোকা ধইরাছে
যেদিন হতে প্রাণবন্দে আমায় ছাইড়া গেছে
কইরা স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে
আমার স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে

ওরে খুব যতনে এই পরানে পুইষাছিলাম তারে
ওরে খুব যতনে এই পরানে পুইষাছিলাম তারে
আমার এমন প্রাণের বন্ধু কার আকাশে উড়ে
ওরে খুব যতনে এই পরানে পুইষাছিলাম তারে
আমার এমন প্রাণের বন্ধু কার আকাশে উড়ে
স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে
আমার স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে

ওরে তুই বিহনে দিবানিশি কান্দি অঝোরে
তুই বিহনে দিবানিশি কান্দি অঝোরে
বলি কী দোষে ছাইড়া গেলি, বইলা গেলি না রে
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি অঝোরে
বলি কী দোষে ছাইড়া গেলি, বইলা গেলি না রে
স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে
আমার স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে
আমার স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে
আমার স্বপ্নগুলা মিছে, কইবো কার কাছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar