ও মেঘ, ও মেঘ রে, তুই যা না উড়ে আমার বন্ধু থাকে যে শহরে (শহরে) ও মেঘ, ও মেঘ রে, তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে (বাসি যে তারে) ও মেঘ, ও মেঘ রে, তুই যা না উড়ে আমার বন্ধু থাকে যে শহরে (শহরে) ও মেঘ, ও মেঘ রে, তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে (বাসি যে তারে) মেঘের সাথে মেঘের খেলা বন্ধু করলো অবহেলা মেঘের সাথে মেঘের খেলা বন্ধু করলো অবহেলা বন্ধু আমার রইলো কোন দূরে আমি আজও ভালোবাসি যে তারে আমি আজও ভালোবাসি যে তারে ♪ মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে রংধনু হয়ে আবার হাসে আমার দুঃখগুলো আমায় নিয়ে সে মেঘের ভেলায় চড়ে ভাসে বৃষ্টি ঝরে অবেলা বন্ধু করলো অবহেলা বৃষ্টি ঝরে অবেলা বন্ধু করলো অবহেলা বন্ধু আমার রইলো কোন দূরে আমি আজও ভালোবাসি যে তারে আমি আজও ভালোবাসি যে তারে ♪ ভাবনায় আদরে তোকে খুঁজে ফিরে বড্ডো ভীষণ করে আমার এই মন আকাশের নীলিমায় অনুভবে খুঁজে যাই যখন খুঁজে না পাই হারিয়ে বৃষ্টি শেষে রোদ এলো আমি আজও এলোমেলো বৃষ্টি শেষে রোদ এলো আমি আজও এলোমেলো তুমি আছো বলো কি করে? আমি আজও ভালোবাসি যে তারে আমি আজও ভালোবাসি যে তারে আজও ভালোবাসি যে তারে