Kishore Kumar Hits

Jisan Khan Shuvo - School Jibon şarkı sözleri

Sanatçı: Jisan Khan Shuvo

albüm: School Jibon


না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না
School জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়
School জীবনের মতো মজা আর যে কোথাও নাই
School জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়
School জীবনের মতো মজা আর যে কোথাও নাই
আমার সেই দিনের স্মৃতিগুলো নয়রে ভোলার নয়
সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়
না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না, না না
না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না
School-এর পথে বন্ধুর সাথে তাল মিলিয়ে চলা
Class-এ বসে পড়ার ফাঁকে কত কথা বলা
কথা বলতে বলতে যদি ধরা খেয়ে যাই
Punishment পেতে হবে, কোনো মাফ নাই
আমার সেই দিনের স্মৃতিগুলো নয়রে ভোলার নয়
সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়
না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না

Tiffin ঘণ্টা পড়তে পড়তে আনচান করে মনটা
Tiffin ঘণ্টা পড়তে সবার ফিরে আসে প্রাণটা
কেউ ডিম-রুটি, আবার কেউ খায় noodles
কেউ খায় burger-ice cream, আমি ফলের juice
আমার সেই দিনের স্মৃতিগুলো নয়রে ভোলার নয়
সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়
না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না

সব শেষে যখন নাকি ছুটির ঘণ্টা পড়ে
তখন সবার একই চিন্তা, ফিরতে হবে ঘরে
এই ভাবে প্রতিটা দিন যায়রে ভাই চলে
এরই নাম সবাই নাকি school জীবন বলে
কাঁধের সেই ছোট্ট bag টা নেওয়া হয় না
School dress-টা পড়ে আছে, পরা হয় না
School জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়
School জীবনের মতো মজা আর যে কোথাও নাই
আমার সেই দিনের স্মৃতিগুলো নয়রে ভোলার নয়
সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়
না নানা নানা নানা না নানা না
না নানা নানা নানা না না না না না
আমার সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়
সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar