এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি
তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে
আমার মন...
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
আমার মন
রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবী
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি
রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি
আমার মন...
ও... আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
আমার মন
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
উম
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri