Jisan Khan Shuvo - Bisher Churi Reprise şarkı sözleri
Sanatçı:
Jisan Khan Shuvo
albüm: Bisher Churi Reprise
এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি
তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে
আমার মন...
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
আমার মন
রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবী
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি
রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বল না রে তুই আমার কবে হবি
আমার মন...
ও... আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাই রে কিছু বাকি
আমার মন
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি
উম
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri