দক্ষিণমুখী খোপ কেটে তার শ্বাস পড়ে জানলায়
টেনে দিনের দু'চোখে সন্ধ্যা সে রাতকে ঘুম পাড়ায়
দক্ষিণমুখী খোপ কেটে তার শ্বাস পড়ে জানলায়
টেনে দিনের দু'চোখে সন্ধ্যা সে রাতকে ঘুম পাড়ায়
♪
বাকি অল্প গল্প পালকি দাম দিচ্ছে রূপকথায়
তার জড় কোলে জোছনাগুলো ঠিকই ঘুমিয়ে যায়
টিপটিপ ফোঁটা সুখ নীড়ে জমা জানলার থাকটায়
সব কুচকুচে কালো কান্না উড়ে গেছে কাক ডানায়
♪
বিষণ্ন সমাদর তাকে বলতে দিলো না
কাচ গুড়ো ভেঙে নামলো
টকটকে নখ ছিড়লো
খামচানো পিচে বারবার তার বাঁচার আর্তনাদ
হাওয়ার জানালা বন্ধ, তার ঠান্ডা ঠোঁট-কপাল
ধুলো পর্দা পুরু হয় করে শুভ্র ঘুম আড়াল
দক্ষিণমুখী খোপ কেটে তার শ্বাস পড়ে জানলায়
টেনে দিনের দু'চোখে সন্ধ্যা সে রাতকে ঘুম পাড়ায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri