Kishore Kumar Hits

Arman Alif - Oporadhi 11 şarkı sözleri

Sanatçı: Arman Alif

albüm: Oporadhi


একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যা রে যা উইড়া যা রে অন্য খাঁচাতে
ও মাইয়া রে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড়ো অপরাধী তোর ক্ষমা নাই রে

তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম
হাইরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম
তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম
হাইরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে
এতো ভালোবাসার পরেও আমার কম কী ছিল রে?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়
ও মাইয়া রে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড়ো অপরাধী তোর ক্ষমা নাই রে
রে-রে-রে-রে, রারি-রেরে-রেরে-রে
রে-রে-রে, রে-রে-রে, রেরে, রেরে, রে
ও রে-রে-রে-রে, রারি-রেরে-রেরে-রে
রে-রে-রে, রে-রে-রে, রেরে, রেরে, রে

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর flexiload-এর দোকানটাতেও ভীড় জমায় না
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর flexiload-এর দোকানটাতেও ভীড় জমায় না
এখন তারার মতো জ্বলে-নেভে কষ্টগুলা রে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়
ও মাইয়া রে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে?
মাইয়া তুই বড়ো অপরাধী তোর ক্ষমা নাই রে
ও মাইয়া রে মাইয়ারে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড়ো অপরাধী তোর ক্ষমা নাই রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar