একটু একটু করে রাত্রি বাড়ে আঁধারেও দেখা যায় সব আঁধারের আয়নাতে সারারাত চলে তোর স্মৃতি উৎসব স্মৃতিরা পোড়ায়, আগুন জ্বালায় বিরহ আগুনে করি নিশি স্নান তবুও তোর কথা মনে পড়লেই জীবনটা হয়ে ওঠে কষ্টের গান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান ♪ ভালোবাসে যে মানুষ ভালোবাসা হারালে সে কাঁদে হায় ছলনার মন যার ভাঙনের খেলা সে খেলে যায় ও, ভালোবাসে যে মানুষ ভালোবাসা হারালে সে কাঁদে হায় ছলনার মন যার ভাঙনের খেলা সে খেলে যায় ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড় ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড় হৃদয়টা করে দিলি শ্মশান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান ♪ হয়তোবা সয়ে সয়ে কষ্ট সয়ে যাবো একদিন তোকে ছাড়া পথ চলা হয়তোবা শিখে যাবো সেইদিন হয়তোবা সয়ে সয়ে কষ্ট সয়ে যাবো একদিন তোকে ছাড়া পথ চলা হয়তোবা শিখে যাবো সেইদিন বয়ে যাবে দিন যত, ঘা শুকিয়ে রবে ক্ষত বয়ে যাবে দিন যত, ঘা শুকিয়ে রবে ক্ষত শুকালেও ফুল তার থাকে ঘ্রাণ তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান একটু একটু করে রাত্রি বাড়ে আঁধারেও দেখা যায় সব আঁধারের আয়নাতে সারারাত চলে তোর স্মৃতি উৎসব স্মৃতিরা পোড়ায়, আগুন জ্বালায় বিরহ আগুনে করি নিশি স্নান তবুও তোর কথা মনে পড়লেই জীবনটা হয়ে ওঠে কষ্টের গান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান তুই ভালোবাসা করে দিয়ে অবসান বেদনার নীলে নীলে ভরে দিলি হৃদয়ের আসমান