Kishore Kumar Hits

Arman Alif - Oporadhi 2 Fanush şarkı sözleri

Sanatçı: Arman Alif

albüm: Oporadhi 2 Fanush


বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায়
আমি কি করে ফিরাইবো তারে আমার অন্তরায়
কার হাতে সেই নাটাই-সুতো ঘুড়িটা আজ কার?
আমার আকাশ শুন্য ভীষণ মেঘময় মায়ায়
বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায়
আমি কি করে ফিরাইবো তারে আমার অন্তরায়
কার হাতে সেই নাটাই-সুতো ঘুড়িটা আজ কার?
আমার আকাশ শুন্য ভীষণ মেঘময় মায়ায়
তুমি নাহয় তোমার মতো হারায় গেলা রে
এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে?
তুমি স্বপ্নের ঘোরে আর আইসো না, আর আইসো না রে
ঘুমে ঘুমে কাঁদতে আর ভাল্লাগে না রে
উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়া রে
রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে

যে দিন ইন্সটাগ্রামে কমাইছিলা একটা follower
সে দিন থেকে হাসিমুখের ছবি নাই আমার
তোমার ফেসবুকের ওই cover টা তে হাসিমুখটা কার?
আমার হাসি কেড়ে তুমি সুখেতে ছারখার
যে দিন ইন্সটাগ্রামে কমাইছিলা একটা follower
সে দিন থেকে হাসিমুখের ছবি নাই আমার
তোমার ফেসবুকের ওই cover টাতে হাসিমুখটা কার?
আমার হাসি কেড়ে তুমি সুখেতে ছারখার
আজোও love react-এ খোঁজো কি আর আমার ID টা?
নাকি blocklist-এই মানায় আমার নষ্ট profile টা
তুমি রেগে গেলে রাগ ভাঙ্গাতে গান শোনায় কে?
শুধু আমি একজন যে তোমাকে ভালোবেসেছে
উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়া রে
রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে

আইজ আমি রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই?
আমি কার কে বা আমার হিসাব রে মিলাই
চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায়?
তোমার জন্যে মায়া আমার আইজও কমে নাই
আমি রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই?
আমি কার কে বা আমার হিসাব রে মিলাই
চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায়?
তোমার জন্যে মায়া আমার আইজও কমে নাই
তুমি আজ সাজতে বসো কে আসবে বলে
তোমার আয়না টা কি ভাবায় আমায় তুমি তাকালে?
হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খুঁজো নাই?
একদিন খুঁজবে ঠিকই দেখবে সে দিন এই আমি আর নাই
উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়া রে
ওরে রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে
উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়া রে
রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar