Imran Mahmudul - Ichchhe Holei Dio şarkı sözleri
Sanatçı:
Imran Mahmudul
albüm: Ichchhe Holei Dio
একটুখানি সময় ইচ্ছে হলেই দিয়ো
দেখবো আকাশ বসে
পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিয়ো
একটু সময় দিয়ো
একটুখানি সময় ইচ্ছে হলেই দিয়ো
দেখবো আকাশ বসে
পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিয়ো
একটু সময় দিয়ো
একটুখানি সময়
♪
ইচ্ছে হলো ইচ্ছেগুলো জানাই
পুষে রেখে সময়টাকে হারাই
ও, ইচ্ছে হলো ইচ্ছেগুলো জানাই
পুষে রেখে সময়টাকে হারাই
কিছু কিছু মুহূর্ত হয় ভীষণ ভীষণ প্রিয়
একটু সময় দিয়ো, ইচ্ছে হলেই দিয়ো
একটুখানি সময় ইচ্ছে হলেই দিয়ো
দেখবো আকাশ বসে
পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিয়ো
একটু সময় দিয়ো
একটুখানি সময়
♪
ক্লান্তি এলেও দূরে দূরে রাখি
তুমি এসে ছুঁয়ে দেবে নাকি?
ক্লান্তি এলেও দূরে দূরে রাখি
তুমি এসে ছুঁয়ে দেবে নাকি?
কিছু কিছু মুহূর্ত হয় ভীষণ ভীষণ প্রিয়
একটু সময় দিয়ো, ইচ্ছে হলেই দিয়ো
একটুখানি সময় ইচ্ছে হলেই দিয়ো
দেখবো আকাশ বসে
পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিয়ো
একটু সময় দিয়ো
একটুখানি সময়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri