Imran Mahmudul - Megher Nouka şarkı sözleri
Sanatçı:
Imran Mahmudul
albüm: Megher Nouka
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি
যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি
মনে হয় তোমায় নিয়ে
জলে ধনুভবে রংধনু আঁকি
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে
দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে
মন চায় আকাশ হতে
কিছু নিল নিয়ে এসে
সাজাই আঁচলে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
তোমায় বাজাব বাতাসে
তোমায় বাজাব বাতাসে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri