তুমি আমার, সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার, সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি সবার হাতগুলো একটু উপরে দেখতে চাই একসাথে পেছনের দর্শক একটা জোরে চিৎকার শুনব একসাথে ♪ এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার, সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি I love you all, thank you ভাই, এইখানে vocal বাড়বে ♪ সবার হাত উপরে ♪ তুমি ছিলে না, ছিল না আশা তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা তুমি ছিলে না, ছিল না আশা তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ফোটালে আমার মুখে সুখের ভাষা, ও আচ্ছা এবার আপনাদের কন্ঠে একটু শুনতে চাই এ জীবনে (যারে চেয়েছি) আজ আমি (তারে পেয়েছি) তুমি আমার, সেই (তুমি আমার) তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি ♪ পেছনে যারা আছেন একটা চিৎকার শুনবো Oh, thank you ♪ তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি, রাঙা বধূ তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি, রাঙা বধূ করেছ আমায়, ওগো, এ কোন যাদু আচ্ছা এখানে আমি দেখছি যে অনেক মেয়ে দর্শক আছে এবং ছেলে দর্শকও আছে আমি একটু মেয়েদের কণ্ঠে শুনবো "এ জীবনে যারে চেয়েছি" আর ছেলেরা বলবে "আজ আমি তারে পেয়েছি" ঠিক আছে? So মেয়েরা, মেয়ে দর্শক আগে বলবেন এ জীবনে (যারে চেয়েছি) ছেলেরা, আজ আমি (তারে পেয়েছি) আবার মেয়েরা, এ জীবনে (যারে চেয়েছি) ছেলেরা, আজ আমি (তারে পেয়েছি) এর থেকে আমরা যেটা বুঝলাম যে ছেলেরা জীবনে বেশি পেয়েছে আসলে ছেলেদের sound একটু বেশি শুনতে পাচ্ছি তুমি আমার, সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি ও, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি