Kishore Kumar Hits

Imran Mahmudul - Onnorokom Valobasa şarkı sözleri

Sanatçı: Imran Mahmudul

albüm: Onnorokom Valobasa


কত করে চাই তোমায়
বলো, আর কী করে বোঝাই?
দিশেহারা এ মন তোমায় খোঁজে
ডুবে আছি "তুমি" নামে
প্রেমেরই গহন টানে
হৃদয়ের সব অনুভব তোমায় বোঝে
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়

তোমায় নিয়ে গল্প লিখি মনেরই আকাশে
তুমি আছ খুব যতনে প্রতিটি নিঃশ্বাসে
ও, তোমায় নিয়ে গল্প লিখি মনেরই আকাশে
তুমি আছ খুব যতনে প্রতিটি নিঃশ্বাসে
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়

আড়াল হলে দুচোখ যেন নোনা জলে ভাসে
এত করে তোমায় বলো আর কে ভালোবাসে?
ও, আড়াল হলে দুচোখ যেন নোনা জলে ভাসে
এত করে তোমায় বলো আর কে ভালোবাসে?
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়
তুমি ছাড়া একা থাকার নাম "বেঁচে থাকা" নয়
তুমি আমার ভালো লাগার অন্যরকম বিষয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar