তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন-মান, ওরে জান
♪
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন-মান, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্ণা বহমান, ওরে জান
তোর পায়ে পায়ে হাঁটি চল
"ভালোবাসি" শুধু একটু বল
ওই চোখেতে মন ভুলেতে
ঝরাবো না কভু জল
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন-মান, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্ণা বহমান, ওরে জান
♪
আমি ভেঙে দেবো তোর যত অভিমান
হোক না উঁচু তা পাহাড়ের সমান
তোর অভিমানী ঠোঁটে ফোটাবো হাসি
ঝরাবো ভালোবাসা রাশি রাশি
দেখে যা হাসবে জোছনা মাখা ওই আসমান
ওরে জান
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন-মান, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্ণা বহমান, ওরে জান
ভাবি তোকে দিন-মান, ওরে জান
♪
তোর হাসিমাখা মুখ, তোর হরিণী চোখ
দেখলে ছড়ায় বুকে সুখ অফুরান
তোর কাছে যেতে, তোকে কাছে পেতে
ভালোবাসতে এ মন করে আনচান
দেখে যা হাসবে জোছনা মাখা ওই আসমান
ওরে জান
তোর চোখে দেখি, তোকে চোখে রাখি
ভাবি তোকে দিন-মান, ওরে জান
তোর অধরের তিল, তোর আবেগি দিল
প্রেমে ঝর্ণা বহমান, ওরে জান
ভাবি তোকে দিন-মান, ওরে জান
(তোর চোখে দেখি, তোকে চোখে রাখি)
(ভাবি তোকে দিন-মান, ওরে জান)
ওরে জান
(তোর অধরের তিল, তোর আবেগি দিল)
(প্রেমে ঝর্ণা বহমান, ওরে জান)
ভাবি তোকে দিন-মান, ওরে জান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri