Critical Mahmood - Side Ey Chaap şarkı sözleri
Sanatçı:
Critical Mahmood
albüm: Side Ey Chaap
এক কাজ কর (oh), ভবিষ্যত ঠিক কর
দাদাগিরি বাদ দিয়া দাদীরে ঠিক কর (ahh)
নাতি সব আকবর, দিবার চায় টক্কর
পইড়া গেলে ময়দানে চত্ত্বরে চক্কর
আসলে ব্যাক্কল (yeah), বুঝে না খারাপের সংজ্ঞা
পিরিতের প্রতিদান হাতে খালি ঠোঙ্গা
ওরে, হাঙ্গা (oh-oh-oh) ঠোলার পিচ্ছে সবাই সাজে বীর
তোর এই দক্ষ সেনাপতি, পিঠ পিছে বহিঃপীর (skrrt)
মোল্লারে দ্বীনের কথা বুঝাই দিসি ঠিকসে (yeah)
বান্দরে পারে ফাল আজ কলা খাওয়া শিখসে (oh)
নাপাক এ দুনিয়াতে নষ্টামি ঢুকসে
জীন্দিগির পায় তারা যাগোর বুঝার ঠিকই বুঝচ্ছে
বাপু রাম বাজায় বীণ
কালসাপে দেখে scene (ahh)
তোর গড়া কাহিনীতো face করি প্রতিদিন
রোগী তো ঠিক মাগার ব্যারাম ঢং-এর মায়াতে (ahh)
জানি তো রং বদলায় জায়গা প্রতি পলকে
Yeah, yeah (yeah), yeah
You know what it is (what it is, what it is)
Yeah, yeah
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please (bitch please, bitch please, skrrt)
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please, hmm
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please (skrrt)
কথাগুলা ঠিক
Lyrically Critical তাই মাপি না critics
মাথা ভরা কীট নরম অস্তিত্ত্বের ভীট
আজকে সবাই Gully Boy আর দুইদিন আগে street (ahhh)
ওরে hit, জবানে সত্য কার
চোরে খালি কাটে অঙ্গীকার
তোতা পাখি মুখে বুলি ফুইটা গেলে (yeah) নিজেরে ডাকে কালাকার
জীবন থেকে নেওয়া শিক্ষাগুলো এক একটা ইট
ঘুইরা দেখ, বানাই থুইসি নিজের pyramid
ফাটল আমার সাধের হাঁড়ি
স্বপ্ন থেকা বাস্তব ভারী (ohh)
সমাজে নাই কোন স্বৈরাচারী
দেখতে গেলে মুখোশধারী অত্যাচারী
বাস্তব কার? বাস্তব নাকি অন্ধকার
অন্ধকারে শত্রু সবাই (yeah)
শত্রু তুমি বন্ধু কার?
Yeah, yeah (yeah), yeah
You know what it is (what it is, what it is)
Yeah, yeah
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please (bitch please, bitch please, skrrt)
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please, hmm
Side-এ চাপ, side-এ চাপ
Side-এ bitch please (side-এ bitch please, skrrt)
♪
Side-এ চাপ, side-এ চাপ, side-এ (ah)
Yeah, I'm waiting for my day
Yeah, Military Gang (Military Gang)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri