Kishore Kumar Hits

Fazlur Rahman Babu - Pori şarkı sözleri

Sanatçı: Fazlur Rahman Babu

albüm: Pori


বসন্ত বাতাসে পরীর আউলাঝাউলা চুল
সেই চুলেতে গুইজা দিতাম নিত্য গোলাপ ফুল
বসন্ত বাতাসে পরীর আউলাঝাউলা চুল
সেই চুলেতে গুইজা দিতাম নিত্য গোলাপ ফুল
রোজ নিশিতে বাড়ির পিছে বাঁশ বাগানের ধারে
আমার সাথে করতো দেখা পরী চুপিসারে
চাঁদের আলোয় পরান ভইরা দেখতাম পরীর মুখ
দূরে গেলে নয়নজলে ভাসাইতো সে বুক
আমি নাকি নিঠুরিয়া, কইতো অভিমানে
ও সে আমি নাকি নিঠুরিয়া কইতো অভিমানে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে

শক্ত কইরা হাতটি ধইরা কইতো বারে বারে
আল্লায় নাকি তাহার জন্য বানাইছে আমারে
শক্ত কইরা হাতটি ধইরা কইতো বারে বারে
আল্লায় নাকি তাহার জন্য বানাইছে আমারে
পরীর বাড়ির উঠোন জুইড়া সুখ কবুতর হাটে
কলসি কাঙ্খে এখন তো কেউ আসে না আর ঘাটে
পরী আমায় ভুইলা গেছে, নাই বুঝি আর মনে
পরী আমায় ভুইলা গেছে, নাই বুঝি আর মনে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে

বর্ষার কালে নদীর বুকে আইতো নয়া পানি
সেই পানিতে দুইজন কত খেলতাম নাও দৌড়ানি
বর্ষার কালে নদীর বুকে আইতো নয়া পানি
সেই পানিতে দুইজন কত খেলতাম নাও দৌড়ানি
ভাটার টানে নদীর বুকে ভাইসা উঠছে চর
পরী আমায় কইরা দিছে চিরতরে পর
আমায় একা ভাটায় থুইয়া হারাইছে উজানে
ও সে আমায় একা ভাটায় থুইয়া হারাইছে উজানে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে
আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো
আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar