Fazlur Rahman Babu - Rangila Koitor şarkı sözleri
Sanatçı:
Fazlur Rahman Babu
albüm: Rangila Koitor
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
প্রেম-আকাশে উড়লি শুধু, বাঁধলি না রে ঘর
আমি তোরে আপন ভাবি
আমি তোরে আপন ভাবি, তুই আমারে ভাবিস পর
রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
প্রেম-আকাশে উড়লি শুধু, বাঁধলি না রে ঘর
♪
চন্দ্র-সূর্য সাক্ষী ছিল, ছিল নদীর জল
বুকের খাঁচায় থাকবি পাখি, করবি না রে ছল
চন্দ্র-সূর্য সাক্ষী ছিল, ছিল নদীর জল
বুকের খাঁচায় থাকবি পাখি, করবি না রে ছল
আমার আশার মুখে কালি দিয়া
আশার মুখে কালি দিয়া হইলি পাখি দেশান্তর
রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
প্রেম-আকাশে উড়লি শুধু, বাঁধলি না রে ঘর
♪
যন্ত্রণাতে বক্ষভরা চিতা খোলা মন
সুখের সাথে এই জীবনে হয়নি আলিঙ্গন
যন্ত্রণাতে বক্ষভরা চিতা খোলা মন
সুখের সাথে এই জীবনে হয়নি আলিঙ্গন
আমি কারে বোঝাই, কারে শুধাই
কারে বোঝাই, কারে শুধাই, পরান কান্দে নিরন্তর
রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
প্রেম আকাশে উড়লি শুধু, বাঁধলি না রে ঘর
আমি তোরে আপন ভাবি
আমি তোরে আপন ভাবি, তুই আমারে ভাবিস পর
রঙিলা কইতর
রঙিলা কইতর, আমার রঙিলা কইতর
প্রেম আকাশে উড়লি শুধু, বাঁধলি না রে ঘর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri