জীবন ছিল, যৌবন ছিল স্বপ্ন সুখের ভুবন ছিল ছিল খুশির আনন্দ আশ্রম এখন জীবন সন্ধ্যাকালে, স্বপ্ন কান্দে স্মৃতির ডালে এখন জীবন সন্ধ্যাকালে, স্বপ্ন কান্দে স্মৃতির ডালে কপালদোষে ভাগ্যে আমার জুটলো বৃদ্ধাশ্রম কপালদোষে ভাগ্যে আমার জুটলো বৃদ্ধাশ্রম ও দয়াল, ও দয়াল রে নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা ♪ সুখের সংসার ছিল আমার স্নেহ-মায়ায় ঘেরা ভালোবাসার চাদর দিয়ে দিয়েছিলাম বেড়া সুখের সংসার ছিল আমার স্নেহ-মায়ায় ঘেরা ভালোবাসার চাদর দিয়ে দিয়েছিলাম বেড়া সারাজীবন ফেরি করে সুখের সদাই আনলাম ঘরে সারাজীবন ফেরি করে সুখের সদাই আনলাম ঘরে ভোগ করিনি পুত্র-কন্যার পরে যদি কম কপালদোষে ভাগ্যে আমার জুটলো বৃদ্ধাশ্রম ও দয়াল, ও দয়াল রে নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা ♪ আশা ছিল বাকি জীবন যাবে হেসে খেলে একই ঘরে থাকব বুকে মানিক রতন মিলে আশা ছিল বাকি জীবন যাবে হেসে খেলে একই ঘরে থাকবো বুকে মানিক রতন মিলে সেই আশাটা গেলো ঝরে, জায়গা নাই আর নিজের ঘরে সেই আশাটা গেলো ঝরে, জায়গা নাই আর নিজের ঘরে আমার ভাগ্য না ছোঁয় যেন থাকতে ওদের দম কপালদোষে ভাগ্যে আমার জুটলো বৃদ্ধাশ্রম ও দয়াল, ও দয়াল রে নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা ♪ ও দয়াল, ও দয়াল রে নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা নিভিয়ে দাও জীবনের এই নিভু নিভু বেলা সয় না বুকে পুত্র-কন্যার নিঠুর অবহেলা