কেমন কইরা ভুলবো বলো
বন্ধু, আমি তোমারে?
স্মৃতির মায়ায় বাইন্ধা গেলা
বিনি সুতায় আমারে
কেমন কইরা ভুলবো বলো
বন্ধু, আমি তোমারে?
স্মৃতির মায়ায় বাইন্ধা গেলা
বিনি সুতায় আমারে
আমারে পর কইরা তুমি বানছো সুখের ঘর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
বন্ধু তুমি পর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
♪
বলো আমার কী ছিল না?
কীসের ছিল অভাব?
আমারে পর কইরা তোমার কী বা হইল লাভ?
বলো আমার কী ছিল না?
কীসের ছিল অভাব?
আমারে পর কইরা তোমার কী বা হইল লাভ?
কেন আমার বুকে গড়লা ব্যথার বালুচর?
বন্ধু তুমি পর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
♪
প্রতিপহর কাঁন্দে আমার তোমার পাইবার আশে
মরণ জ্বালায় জ্বলছি আমি তোমায় ভালোবেসে
প্রতিপহর কাঁন্দে আমার তোমার পাইবার আশে
মরণ জ্বালায় জ্বলছি আমি তোমায় ভালোবেসে
তুমি তো খুব ভালোই আছ, করছ সুখ-বাসর
বন্ধু তুমি পর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
কেমন কইরা ভুলবো বলো
বন্ধু, আমি তোমারে?
স্মৃতির মায়ায় বাইন্ধা গেলা
বিনি সুতায় আমারে
কেমন কইরা ভুলবো বলো
বন্ধু, আমি তোমারে?
স্মৃতির মায়ায় বাইন্ধা গেলা
বিনি সুতায় আমারে
আমারে পর কইরা তুমি বানছো সুখের ঘর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
বন্ধু তুমি পর
কেমন কইরা হইতে পারলা এতো স্বার্থপর?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri