Kishore Kumar Hits

Fazlur Rahman Babu - Chad Kumari Meye şarkı sözleri

Sanatçı: Fazlur Rahman Babu

albüm: Chad Kumari Meye


এই কী সমস্যা?
না কিছু না
পিছু পিছু ঘুরছেন কেন?
এমনি তোমার নাম কী?
নাম দিয়ে কাম কী?
তোমার বাড়ি কই?
চাঁদের দেশে
চাঁদের চেয়ে সুন্দর তুমি চাঁদ কুমারী মেয়ে
যাব আমি তোমার দেশে জ্যোৎস্না বেয়ে বেয়ে
চাঁদের চেয়ে সুন্দর তুমিচাঁদ কুমারী মেয়ে
যাব আমি তোমার দেশে জ্যোৎস্না বেয়ে বেয়ে
মেঘের পালকি চড়ে আমি আনব তোমায় ঘরে
মেঘের পালকি চড়ে আমি আনব তোমায় ঘরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে

তোমার ছোঁয়ায় স্বর্গসুখে ভরে রবে ঘর
তোমার ছোঁয়ায় সুখের হাওয়ায় ভরবে এ অন্তর
তোমার ছোঁয়ায় স্বর্গসুখে ভরে রবে ঘর
তোমার ছোঁয়ায় সুখের হাওয়ায় ভাসবে এ অন্তর
তুমি আছ সেই সুখেতে মনটা থাকবে ভরে
তুমি আছ সেই সুখেতে মনটা থাকবে ভরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে

তোমার চোখে চেয়ে চেয়ে দেখব তোমার রূপ
তোমার রূপে অহর্নিশি দেবো আমি ডুব
তোমার চোখে চেয়ে চেয়ে দেখব তোমার রূপ
তোমার রূপে অহর্নিশি দেবো আমি ডুব
অষ্টপ্রহর থাকব আমি তোমার দুহাত ধরে
অষ্টপ্রহর থাকব আমি তোমার দুহাত ধরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
চাঁদের চেয়ে সুন্দর তুমি চাঁদ কুমারী মেয়ে
যাব আমি তোমার দেশে জ্যোৎস্না বেয়ে বেয়ে
চাঁদের চেয়ে সুন্দর তুমি চাঁদ কুমারী মেয়ে
যাব আমি তোমার দেশে জ্যোৎস্না বেয়ে বেয়ে
মেঘের পালকি চড়ে আমি আনব তোমায় ঘরে
মেঘের পালকি চড়ে আমি আনব তোমায় ঘরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে
সারাজীবন রাখব তোমায় সোহাগে-আদরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar