হইল না, হইল না রে আমার সাধের পিরিত হইল না হইল না, হইল না রে আমার সাধের পিরিত হইল না বুঝলো না গো সোনা চান্দে অন্তরেতে পিরিত কান্দে পরান বেঁধে এই পরানে রইল না, সে রইল না হইল না, হইল না রে আমার সাধের পিরিত হইল না ♪ আমি না হইলাম তার মনের মতো না পাইলাম অন্তর না পারিলাম হইতে আপন না বাঁধিলাম ঘর আমি না হইলাম তার মনের মতো না পাইলাম অন্তর না পারিলাম হইতে আপন না বাঁধিলাম ঘর ফাগুন হাওয়া এই জীবনে বইল না গো, বইল না বুঝলো না গো সোনা চান্দে অন্তরেতে পিরিত কান্দে পরান বেঁধে এই পরানে রইল না, সে রইল না হইল না, হইল না রে আমার সাধের পিরিত হইল না ♪ আমি না জানিলাম কোন বা দোষে হইলাম অপরাধী বিচ্ছেদ-জ্বালা পুইষা বুকে খুব গোপনে কাঁদি আমি না জানিলাম কোন বা দোষে হইলাম অপরাধী বিচ্ছেদ-জ্বালা পুইষা বুকে খুব গোপনে কাঁদি পিরিতের সুখ এই কপালে সইল না গো, সইল না বুঝলো না গো সোনা চান্দে অন্তরেতে পিরিত কান্দে পরান বেঁধে এই পরানে রইল না, সে রইল না হইল না, হইল না রে আমার সাধের পিরিত হইল না