Kishore Kumar Hits

Ashik - Ager Bahaduri şarkı sözleri

Sanatçı: Ashik

albüm: Ujan Dhol


আগের বাহাদুরি এখন গেল কই?
আগের বাহাদুরি (গেল কই?) এখন গেল কই?
আগের বাহাদুরি (গেল কই?) এখন গেল কই?
আগের বাহাদুরি গেল কই?

আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?
চলিতে চরণ চলে না
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?
(গেল কই? গেল কই? গেল কই?)

মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই
(মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই)
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই
মন চলে না রঙ-তামাশায়, আলস্য এসেছে যে হায়
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই
আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?

কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরুব্বি বলে
ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই
(এখন সেই ভাবনায় রই, এখন সেই ভাবনায় রই)
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরুব্বি বলে
ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই
আগের মত খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না
আগের মত কথা কয় না, নাচে না রঙ্গের বারই
আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?
(গেল কই? গেল কই? গেল কই?)

ছেলেবেলা ভালো ছিলাম, বড়ো হয়ে দায় ঠেকিলাম
সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই
(তাই তো জবাবদিহি হই, তাই তো জবাবদিহি হই)
ছেলেবেলা ভালো ছিলাম, বড়ো হয়ে দায় ঠেকিলাম
সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে একেবারে করবে সই
আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?
চলিতে চরণ চলে না
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেল কই? গেল কই?
আগের বাহাদুরি এখন গেল কই?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar