শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত তোমাকে পেয়েছি কাছে তাই বুঝি চাই না বসন্ত শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত ♪ আকাশ মেলে ওই পাল তুলেছে নরম মেঘের ভেলা, হায় আকাশ মেলে ওই পাল তুলেছে নরম মেঘের ভেলা হরিৎ রঙে মাঠ ভরেছে মেখলা সবুজের পালে দু'চোখে জুড়িয়ে দিলো আমার তোমারই দিগন্ত শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত ♪ এত সাজ করে বঁধু চলে যেও না না, না, না, মান করো না না, না, না, মান করো না এত সাজ করে বঁধু চলে যেও না না, না, না, মান করো না আসবে আবার ফিরে কথা দিয়ে যাও তুমি কথাটি দাও তোমার বিরহে দিন আমার হবে যে অন্ত শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত তোমাকে পেয়েছি কাছে তাই বুঝি চাই না বসন্ত শরৎ পেরিয়ে আবার আমার দুয়ারে এসেছে হেমন্ত