আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আর কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারব না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে ♪ পাথরের মতো নয় দু'চোখ আমার আঘাতে কাঁদব না, নিরবে সয়ে যাব যন্ত্রণা তোমার ♪ পাথরের মতো নয় দু'চোখ আমার আঘাতে কাঁদব না, নিরবে সয়ে যাব যন্ত্রণা তোমার কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারব না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে ♪ সাগরের মতো নয় হৃদয় আমার ঢেউয়ে ঢেউয়ে ভাঙব না, সৈকতে থেমে যাবে ব্যথার পাহাড় ♪ সাগরের মত নয় হৃদয় আমার ঢেউয়ে ঢেউয়ে ভাঙব না, সৈকতে থেমে যাবে ব্যথার পাহাড় কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারব না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আর কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারব না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে