Subir Nandi - Jabe Tumi Chole şarkı sözleri
Sanatçı:
Subir Nandi
albüm: Amar Tumi Ele
যাবে তুমি চলে
তবু যাবে কি তুমি চলে?
যাবে তুমি চলে
তবু যাবে কি তুমি চলে?
ফাগুন এসেছে, পৃথিবী হেসেছে
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
রাতকে করেছে চাঁদ ঝলমলে
তবু যাবে কি তুমি চলে?
যাবে, যাবে, যাবে
তবু যাবে কি তুমি চলে?
♪
ফুলের বাগানে ফুটেছে রজনীগন্ধা
জোছনা প্লাবনে কেটে গেছে ঘোর সন্ধ্যা
ফুলের বাগানে ফুটেছে রজনীগন্ধা
জোছনা প্লাবনে কেটে গেছে ঘোর সন্ধ্যা
পাখিরা ধরেছে তাল সুরে সুরে
♪
পাখিরা ধরেছে তাল সুরে সুরে
আকাশে তারারা মিটি মিটি যায় জ্বলে
তবু যাবে কি তুমি চলে?
যাবে, যাবে, যাবে
তবু যাবে কি তুমি চলে?
♪
দখিনা বাতাস বয়ে যায় মৃদুমন্দ
জীবনে জীবনে নিয়ে আসে গতি ছন্দ
দখিনা বাতাস বয়ে যায় মৃদুমন্দ
জীবনে জীবনে নিয়ে আসে গতি ছন্দ
নদীতে জোয়ার বয় কুলু কুলু
♪
নদীতে জোয়ার বয় কুলু কুলু
পাহাড়ি ঝর্ণা নেমে আসে হেলেদুলে
তবু যাবে কি তুমি চলে?
যাবে তুমি চলে
তবু যাবে কি তুমি চলে?
ফাগুন এসেছে পৃথিবী হেসেছে
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
রাতকে করেছে চাঁদ ঝলমলে
তবু যাবে কি তুমি চলে?
যাবে, যাবে, যাবে
তবু যাবে কি তুমি চলে?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri