যে বাঁশি বাজে না সেই চেনা সুরে থাক না পড়ে সে আজ থাক না পড়ে সে আজ দূরে বহুদূরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে ♪ এ জগতের এই তো নিয়ম প্রতিদানে পাবে যে কম এ জগতের এই তো নিয়ম প্রতিদানে পাবে যে কম দেখো না ফুল গন্ধ ঢেলে দেখো না ফুল গন্ধ ঢেলে ঝরে পড়ে কত অনাদরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে ♪ যে মুখে আর যায় না শোনা ভালোবাসার কথা যে মুখে আর যায় না শোনা ভালোবাসার কথা সাধ্য কি তার আছে বলো দেয় সে প্রাণে ব্যথা ♪ ভাবের গাঙে নাইতে গেলে দিতে যে হয় সবই ঢেলে ভাবের গাঙে নাইতে গেলে দিতে যে হয় সবই ঢেলে পাবে না প্রেম তা না হলে পাবে না প্রেম তা না হলে যতই খোঁজো এই চরাচরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে থাক না পড়ে সে আজ থাক না পড়ে সে আজ দূরে বহুদূরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে যে বাঁশি বাজে না সেই চেনা সুরে