Subir Nandi - Tomar Galer Toler Til şarkı sözleri
Sanatçı:
Subir Nandi
albüm: Tomar Galer Toler Til
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
মনের দামে তোমারই মন নিলাম যে চাহিয়া
যাবো তোমায় ভালোবেসে জনম ধরিয়া
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
মনের দামে তোমারই মন নিলাম যে চাহিয়া
যাবো তোমায় ভালোবেসে জনম ধরিয়া
♪
চোখের নজর তোমার আগুন ধরায় হৃদয়ে
ঠোঁটের রাঙা হাসি দেয় যে জ্বালা বাড়ায়ে
ও চোখের নজর তোমার আগুন ধরায় হৃদয়ে
ঠোঁটের রাঙা হাসি দেয় যে জ্বালা বাড়ায়ে
দু'টি চোখে ঘুম আসে না, দেরি যে আর সয় না
দু'টি চোখে ঘুম আসে না, দেরি যে আর সয় না
ভরা নিশি কেটে গেল তোমার কথা ভাবিয়া
তোমার কথা ভাবিয়া
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
মনের দামে তোমারই মন নিলাম যে চাহিয়া
যাবো তোমায় ভালোবেসে জনম ধরিয়া
♪
লোকের কথা যত উড়িয়ে দাও ধূলার মতো
প্রেমডোরে হৃদয় ভরে আদর দিবো শত শত
লোকের কথা যত উড়িয়ে দাও ধূলার মতো
প্রেমডোরে হৃদয় ভরে আদর দিবো শত শত
কানায় কানায় ভালোবাসা দিবো পরান ভরিয়া, হায়
কানায় কানায় ভালোবাসা দিবো পরান ভরিয়া
ভরা নিশি কেটে গেল তোমার কথা ভাবিয়া
তোমার কথা ভাবিয়া
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
মনের দামে তোমারই মন নিলাম যে চাহিয়া
যাবো তোমায় ভালোবেসে জনম ধরিয়া
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
মনের দামে তোমারই মন নিলাম যে চাহিয়া
যাবো তোমায় ভালোবেসে জনম ধরিয়া
তোমার গালের টোলের নিচে কালো তিল দেখিয়া
এক পলকে তোমার প্রেমে গেল মন মজিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri