একটি ছেলে রাতের ঘুমটা ফেলে করছে স্মৃতি রোমন্থন বুকের মাঝে তার হাহাকার আর চাপা ক্রন্দন কতদিন দেখিনা তোমায় কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায়, আমার বাংলাদেশ কতদিন দেখিনা একটি মেয়ে কোন এক দূরদেশে যাচ্ছে সকালে office-এ হয়না যে তার আর ছাদে বৃষ্টিতে ভেজা খাওয়া হয় না যে আমের আচার কতদিন দেখিনা তোমায় কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায়, আমার বাংলাদেশ কতদিন দেখিনা ♪ একজন মানুষ ফিরছে বাড়ি সারাদিন হাড়ভাঙা খাটুনি শোনে না যেন সে অনন্তকাল ভোরের সেই আযানের ধ্বনি মনে পড়ে তার গাঁয়েরই কথা শীতের রাতে আগুন পোহানো ভোরবেলায় খেজুর গাছে বন্ধুরা মিলে রস চুরি করার আনন্দ কতদিন দেখিনা তোমায় কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায়, আমার বাংলাদেশ কতদিন দেখিনা ♪ কতদিন দেখিনা তোমায় কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায়, আমার বাংলাদেশ কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায় কতদিন দেখিনা কতদিন দেখিনা তোমায়, আমার বাংলাদেশ কতদিন দেখিনা