আরেকটি রাত পেরিয়ে যায় আমায় ছেড়ে হারিয়ে যাওয়ার পথে আরেকটি গান শেষ হয়ে যায় থেমে থাকে এই তিন দেয়ালের ঘরে ♪ আমি এখনো যে স্বপ্ন দেখি বদ্ধ এ ঘরটায় তেপান্তর খুঁজি আমি আঁধারে আলো আঁকি তিনটি দেয়ালে কবিতা লিখি ♪ তবুও আকাশ খুঁজি ঘরের সিলিংয়ে ঝাপসা চোখে তবুও বাস্তবতায় মিলিয়ে যায় আগলে রাখা সব কল্পনা আমার ♪ আমি এখনো যে স্বপ্ন দেখি বদ্ধ এ ঘরটায় তেপান্তর খুঁজি আমি আঁধারে আলো আঁকি তিনটি দেয়ালে কবিতা লিখি ♪ আমি এখনো যে স্বপ্ন দেখি বদ্ধ এ ঘরটায় তেপান্তর খুঁজি আমি আঁধারে আলো আঁকি তিনটি দেয়ালে কবিতা লিখি আমি এখনো যে স্বপ্ন দেখি বদ্ধ এ ঘরটায় তেপান্তর খুঁজি আমি আঁধারে আলো আঁকি তিনটি দেয়ালে কবিতা লিখি