তিন দেয়ালে বন্দী তোমার মৃত স্বপ্নের ভিড় উদ্ভট শহর তোমার শুধু পাথর আর ইট বাক্সবন্দী ঘরে তোমার ছদ্মবেশী স্বপ্ন সব ধুলোর আকাশ ঢেকে রাখে তোমার এই সাজানো শহর ♪ ভিড়ের তলে থাকুক পরে নিয়ন আলোর বিজ্ঞাপন নীল আকাশের উদাস বুকে আবোল তাবোল দৃশ্যায়ন হাটছি আমি ভুলের শহর ভুলের ক্লান্ত জ্যামিতি পিছন ফিরে তাকিয়ে দেখি আমার মতন হাজার আমি আঁকছি আজ সমকাল জানালায় নতুন সকাল ভাঙ্গছি আজ অন্ধকার তিন দেয়ালের গান আমার হাটছি এই পথ ধরে ভাবছি আজ পাহাড় হবো দূরের মিথ্যা আকাশ হাত বাড়িয়ে ছোঁবই ছোঁব ♪ আমার গানের ভ্রান্ত সুরে শহর ছেড়ে আমার দলে ভিড়ের কোরাস আসছে ঘিরে তোমায় একা পিছনে ফেলে স্বপ্নের খাতায় জীবনের ছন্দপতন শহর শুধু ইট পাথর তিন দেয়াল তোমার ভিতর হাটছি এই পথ ধরে ভাবছি আজ পাহাড় হবো আকাশ বাড়িয়ে দাও সবাই আজ আকাশ ছোঁব স্বপ্নের খাতায় জীবনের ছন্দপতন শহর শুধু ইট পাথর তিন দেয়াল তোমার ভিতর