একটি ছেলের বুকের মাঝে লুকিয়ে ছিল অনেক না বলা কথা সাগর পাড়ে বসে বসে বালুর মাঝে আঙ্গুল দিয়ে লিখতো সে কত কবিতা ছিল তার অনেক কিছুই আবার কিছুই ছিল না অশ্রুভরা চোখ সারাটি রাত বালুর মাঝে কাটাকুটি সাথে পুরোনো কিছু স্মৃতি সুরটা এসে বসলেই হতো গান আকাশটা শুনতো তার সব গান নামতো সে বৃষ্টি হয়ে বৃষ্টি-অশ্রু মিশে একাকার যদি ছেলেটা একটু হাসে ♪ সব মানুষের ব্যস্ত ভীড়ে দুপুরবেলা কড়া রোদে লিখতো ছেলেটা তবু কবিতা বালুর মাঝে আঙ্গুল দিয়ে ইচ্ছেগুলো ধরতো তুলে মনের মাঝের ছোট্ট ক্যানভাস ছিল তার অনেক কিছুই আবার কিছুই ছিল না অশ্রুভরা চোখ সারাটি দিন কে যেন ডাকতো তাকে সাগরের ওপাশটাতে দিনরাত শুধু গান নিদ্রাহীন ঝাউবনটা শুনতো তার সব গান এত মানুষের ভীড়ে চুপটি করে কড়া রোদে দিতো তাকে ছায়া যদি ছেলেটা একটু হাসে ♪ তারপর হঠাৎ একদিন ব্যস্ত আঙ্গুল থামিয়ে দিয়ে তাকালো সে সাগরে ছোট্ট একটি নৌকো নিয়ে জলরঙের পাল উড়িয়ে চললো সে অজানা পথে যা ছিল, যা ছিল না সবাই এসে সাগর পাড়ে এখন শুধু তাকে খোঁজে বালুর মাঝে আঙ্গুল দিয়ে লেখা কবিতাগুলো তারা শুধু এখন পড়ে আকাশ আর ঝাউবন তার আশায় এখনো থাকে বসে মনে তাদের একটি প্রশ্ন ছেলেটা কি এখন হাসে?