বৃদ্ধ নীলে বন্দি ঘুড়ির ডানায় লেগেছে ক্লান্ত রোদ তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ Epitaph এর ঠাণ্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে ♪ স্বপ্ন-সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে তোমার স্বপ্ন যুদ্ধাহত পড়ে থাকে শহিদস্তম্ভে শহীদমিনার সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ Epitaph এর ঠাণ্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে যুদ্ধ এখন ঘুমের chorus মৃত্যু এখন অলস ঘুম তোমার চোখে বৃদ্ধ আকাশ নিথর এখন স্তব্ধ নিঝুম ♪ Epitaph এর ঠাণ্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে