বহুদিন পরে আজ এই মনে মাতাল হাওয়া যায় বয়ে হেরে যাওয়ার কান্না কোথায় যেন মিলিয়ে যায় স্বপ্নগুলো যেন খুব কাছের পরাজয়ের শ্মশানে জয়ের প্রতিচ্ছবি আজ ভাসে বিষণ্ণতার পাহাড়ে ফাটল ধরে আজ মনে হয় যেন উড়ে যাই মেঘেদের কাশবনে হারাই পরিচিত আঙিনা ছেড়ে চলে যাই স্বপ্নের শহরে আকাশের ওই নীল রঙে আর ওই নীল নদীর তীরে গান ধরি নতুন এক সুরে মিশে যাই গোধূলীর দিগন্তে যাই উড়ে ♪ বহুদিন পরে আজ আমার মনে মাতাল হাওয়া যায় বয়ে দুঃস্বপ্নের অশ্রু হঠাৎ যায় শুকিয়ে স্বপ্নগুলো যেন খুব কাছের না পাবার সব ব্যথা যে হারিয়ে যায় প্রাপ্তির মাঝে আনন্দের এই জনস্রোতে যাবো হারিয়ে আজ মনে হয় যেন উড়ে যাই মেঘেদের কাশবনে হারাই পরিচিত আঙিনা ছেড়ে চলে যাই স্বপ্নের শহরে আকাশের ওই নীল রঙে আর ওই নীল নদীর তীরে গান ধরি নতুন এক সুরে মিশে যাই গোধূলীর দিগন্তে যাই উড়ে ♪ মনে হয় যেন উড়ে যাই মেঘেদের কাশবনে হারাই পরিচিত আঙিনা ছেড়ে চলে যাই স্বপ্নের শহরে আকাশের ওই নীল রঙে আর ওই নীল নদীর তীরে গান ধরি নতুন এক সুরে মিশে যাই গোধূলীর দিগন্তে মনে হয় যেন উড়ে যাই মেঘেদের কাশবনে হারাই পরিচিত আঙিনা ছেড়ে