কাটছে আমার দিনগুলো সব যেমন ইচ্ছে তেমন ভাবছি না আর নতুন করে অতীত ছিলো কেমন সূর্য দেখে ভাবছি না আর কখন হবে রাত মিষ্টি হাসি তোমার ঠোঁটে দৃষ্টি আমার নির্বাক কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব চারিপাশে ভিড়ের মাঝেও গানের কোলাহলে মাঝে মাঝে কিন্তু আমার খুব একলা লাগে খুব একলা লাগে একা একা হাঁটি যখন শিশির ভেজা ঘাসে ভাবি না আর আগের মত পা টা গেলো ভিজে দেখতে পারি স্বপ্ন গুলো যা ইচ্ছে তা হোক না রঙ্গিন হোক না সেটা কালো কিংবা সাদা কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব চারিপাশে ভিড়ের মাঝেও গানের কোলাহলে মাঝে মাঝে কিন্তু আমার খুব একলা লাগে কিন্তু আমার গানটা শেষে যদি করো মনে ছন্নছাড়া আমার জীবন দেখবে নতুন চোখে আসো যদি এ পাশটাতে কাঁচের দেয়াল ভেঙ্গে রাখবো তখন আমার হাতটা তোমার ঐ হাতে