আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি ♪ আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি সময় আর অসময়ে কাঁদে সারাক্ষণ আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন ♪ ভেজা মাটি স্যাঁতসেঁতে উদাসী মাতাল হাওয়া শূন্য চোখে চেয়ে দেখি তোমার আসা যাওয়া একাকী ঘরে বসে বসে কাটে না এই ক্ষণ আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আকাশের মন খারাপ আকাশের মন খারাপ আকাশের মন খারাপ আকাশের মন খারাপ আজ আকাশের মন খারাপ অপেক্ষার প্রহর গুনি রঙ দেখবো বলে অপেক্ষার প্রহর গুনি রঙ দেখবো বলে মিনতির স্বরে বলছি, শোনো যাও, তুমি যাও চলে হঠাৎ করেই আসো তুমি ইচ্ছে খুশি যখন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন