Kishore Kumar Hits

Aurthohin - Karon Tumi Omanush - Nikkrishto Revisited şarkı sözleri

Sanatçı: Aurthohin

albüm: Karon Tumi Omanush (Nikkrishto Revisited)


তুমি মরে গেলেও থামবো না আমি

আঁধারের তিন দেয়ালের ঘরে
একা একা বসে কেমন লাগছে?

বলেছিলাম এদিন আসবে
পুরনো গানে! পুরনো গানে!

তীব্র ব্যর্থতার এই দৃশ্য দেখো তুমি আয়নায় দাঁড়িয়ে
তোমার পেছনে, সামনে
নেই কেউ আজ দাঁড়িয়ে কোনখানে
তুমি কি ভেবেছ কাঁদছি আমি?
তুমি কি ভেবেছ ঝরছে রক্ত?
তুমি ভেবেছ এখনো তোমার আমি?
তুমি ভেবেছ নই আমি শক্ত?
(হা-হা-হা)

তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো

কি দেখা যায় ঐ পচে যাওয়া নরম বলয়টাতে? নিজেকে আজ জিজ্ঞেস কর
যত মিথ্যে গল্প লিখেছিলে
যত মূত্র চোখে ঝরিয়েছিলে
যত লোভ নিয়ে কাছে টেনেছিলে
পাবেনা ফেরত, তুমি ভেবেছিলে?

তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে, তুমি মানে, তুমি মানে

"কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ অথবা মাঝামাঝি
বজ্রপাত হোক আর না হোক
ঘুম তোমার ভাঙুক আর না ভাঙুক
চারিপার্শ্বে থাকবে তোমারই সবসময় অন্ধকার
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখন কেঁপে উঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হওয়ার কথা?
আমার আর আগের মত কান্না পায় না
আমার আর তোমার জন্য রক্ত ঝরে না
আমার এক ফোঁটা রক্ত তোমার মানসিক ভারসাম্যহীন নপুংসক চিন্তাধারার চেয়ে অনেক দামি
তুমিই তো বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি"

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar