এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস আমার আমিতে আমি নেই শুধু কত কি করে বসবাস অন্তরে যবে দেখিতে চাহি নিজ আঁখি বিশ্বাসে নাহি ক্লেশ-বিদ্বেষ লোভ-লালসারে কী উন্মত্ত উচ্ছ্বাস এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস আমার আমিতে আমি নেই শুধু কত কি করে বসবাস কে-বা ভালো, কে-বা মন্দ বুঝিতে দ্বিধা-দ্বন্দ্ব কে-বা ভালো, কে-বা মন্দ বুঝিতে দ্বিধা-দ্বন্দ্ব কোন সে তাড়নে বিনা কারণে বিঘ্নিত সুর ও ছন্দ দুর্বল এই চিত্ত শক্তি যেন বিত্ত দুর্বল এই চিত্ত শক্তি যেন বিত্ত কেমনে বহি, আমি মোর নহি বিত্তের আমি ভৃত্য এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস আমার আমিতে আমি নেই শুধু কত কি করে বসবাস মনে সংশয়, কেমনে কী হয় নাকি একি মোর আধিক্য? মনে সংশয়, কেমনে কী হয় নাকি একি মোর আধিক্য? না জানার ভান প্রতীয়মান যবে দুষ্টের সনে সখ্য আমার অন্তর, মতান্তর কার সনে করি চুক্তি আমার অন্তর, মতান্তর কার সনে করি চুক্তি ওহে ঈশ্বর, অবিনশ্বর দাও, মোরে দাও শক্তি এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস আমার আমিতে আমি নেই শুধু কত কি করে বসবাস অন্তরে যবে দেখিতে চাহি নিজ আঁখি বিশ্বাসে নাহি ক্লেশ-বিদ্বেষ লোভ-লালসারে কী উন্মত্ত উচ্ছ্বাস এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস এ কেমন পরিহাস চাহিনা করিতে বিশ্বাস আমার আমিতে আমি নেই শুধু কত কি করে বসবাস