নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত কে বা কার মনে থাকে প্রয়োজন শুধু প্রয়োজনে সখ্যতা ধরে রাখে তবু কিছু মুখ প্রথম দেখায় হৃদয়ে গেঁথে থাকে তেমনই সুজন, আছে সে জন মিকি বলে তারে ডাকে মিকি বলে তারে ডাকে ♪ সুরের জগতে ছিল, আজও আছে নিবেদিত এক প্রাণ সদা হাসিমুখ, করেনি বিমুখ চাহেনি কো প্রতিদান সুরের জগতে ছিল, আজও আছে নিবেদিত এক প্রাণ সদা হাসিমুখ, করেনি বিমুখ চাহেনি কো প্রতিদান কথা আর সুর, শ্রুতি সুমধুর আজও মনে ধরে রাখে সেই তো সুজন, বড় আপন মিকি বলে তারে ডাকে ♪ নাম না জানা কত ফুল ফোটে বিকশিত করে প্রাণ সৌরভে তোলে ধরণী-অবনী এ যে তার অবদান নাম না জানা কত ফুল ফোটে বিকশিত করে প্রাণ সৌরভে তোলে ধরণী-অবনী এ যে তার অবদান পাওয়া না পাওয়ার অযথা হিসাব কখনও কি মনে রাখে তেমনই সুজন, আছে সে জন মিকি বলে তারে ডাকে