কী যে উদাসীনতায় বসে থাকে শেষ বিকেলে নিয়ে কী নির্লিপ্ততা প্রায়শ তাই ইচ্ছে করে উদাসী ওই মনপথে হাঁটি ভুলিয়ে দেই জীবনেরই অপূর্ণতা কী যে উদাসীনতায় বসে থাকে শেষ বিকেলে নিয়ে কী নির্লিপ্ততা ♪ মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই ♪ মেঘের সাথে করি কেন তুলনা তারই দুচোখ যেন পাথরকালো মেঘ যেমন ভারী মেঘের সাথে করি কেন তুলনা তারই দুচোখ যেন পাথরকালো মেঘ যেমন ভারী উচ্ছলতা নেই কোনো, জীর্ণতা আর হাসি তবু কেন গো ভালো লাগা সব তাকে ঘিরেই বেশি? মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই ♪ সাদা মেঘের মন যেন ভাসছে তারই আকাশ হয়ে চাই কেন তারে বুকে ধরি? সাদা মেঘের মন যেন ভাসছে তারই আকাশ হয়ে চাই কেন তারে বুকে ধরি? অস্থিরতা জুড়ে আছে মলিন ও চোখে তাই এ মনে চায় ভালোবাসাতে ঘিরে রাখি তাকে মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই মেঘরং মেয়ে, সব ভুলে গিয়ে এসো না স্বপ্ন সাজাই মেঘরং মেয়ে, একই গান গেয়ে চলো না বৃষ্টি নামাই