মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি ♪ দূরত্ব তুমি হলে পথ হয়ে থাকি এত চাই, তবু কেন তোমাকে না দেখি? দূরত্ব তুমি হলে পথ হয়ে থাকি এত চাই, তবু কেন তোমাকে না দেখি? সুর হয়ে বাজো যদি, হবো কথার নদী সুর হয়ে বাজো যদি, হবো কথার নদী বারে বারে ফিরে তোমাতেই আমি আসি মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি ♪ বিরহ তুমি হলে ব্যথা হয়ে বাজি তুমি ছাড়া আমি বলে তোমাকেই খুঁজি বিরহ তুমি হলে ব্যথা হয়ে বাজি তুমি ছাড়া আমি বলে তোমাকেই খুঁজি কাছে-দূরে যাই থাকি, কথোপকথনে থাকি কাছে-দূরে যাই থাকি, কথোপকথনে থাকি হৃদয়ে গহনে গানে গানে পাশাপাশি মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি মেঘ হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি এরই নাম প্রেম, প্রিয়, ভালোবাসাবাসি