আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আলোয় আলোয় আলোকিত একটা দিনের শেষে
নামবে যখন জোৎস্না জড়িয়ে থাকা রাত্রি
আলোয় আলোয় আলোকিত একটা দিনের শেষে
নামবে যখন জোৎস্না জড়িয়ে থাকা রাত্রি
তার হৃদয় জুড়ে আবেগগুলো করবে ছুটোছুটি
শব্দগুলো কবিতাকে করবে লুটোপুটি
একটি নতুন দিনের আশায় কাটছে যুবার ওরা
পাল্টে দেবে একটি চরণ হয়তো অকস্মাৎ
এক ঠিকানাহীন অলস বিকাল যেন ধীরে ধীরে
পাল্টে হবে সম্ভাবনার অন্যরকম যাত্রী
ঠিকানাহীন অলস বিকাল যেন ধীরে ধীরে
পাল্টে হবে সম্ভাবনার অন্যরকম যাত্রী
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
♪
তার হৃদয় জুড়ে আবেগগুলো করবে ছুটোছুটি
শব্দগুলো কবিতাকে করবে লুটোপুটি
একটি নতুন দিনের আশায় কাটছে যুবার ওরা
পাল্টে দেবে একটি চরণ হয়তো অকস্মাৎ
সেই চরণের আশায় তবু আজও স্বপ্নচারী
নিজেই নিজে প্রশ্ন করে, "হচ্ছে কেন দেরি?"
সেই চরণের বিস্তৃতিতে নাম হবে তার কবি
প্রথম আলোর প্রথম পাতায় ছাপবে তারই ছবি
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
আ হাহাহা, আহাহা আহা আআআ
আ হাহাহা, আহাহা আহাহা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri